বেআইনিভাবে ভেজালযুক্ত তেল তৈরি ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার

সেখ সামসুদ্দিন ২৯ ডিসেম্বরঃ মেমারি থানার নিমো ১ অঞ্চলের ছিনুই এলাকা থেকে বেআইনিভাবে খাবার তেল প্রস্তুতিকরণ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার তিনজন। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ছিনুই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার জানান বেআইনিভাবে ঐ ভোজ্য তেলে রাসায়নিক মিশিয়ে ভোজ্য তেল প্রস্তুতিকরণ ও বিক্রি করত। তেল ট্যাংকার থেকে তেল চুরি করে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে খাবার তেলের ন্যায় ভেজাল তেল প্রস্তুত করত ওই তিন ব্যক্তি। তাদের নাম অসীম মিত্র, গোবিন্দ সরকার ও পঙ্কজ সিং। এদের মধ্যে গাড়ির ড্রাইভার পঙ্কজ সিং। তাদের কাছ থেকে ৫২ টা ভর্তি টিন, ৭৪ টা খালি টিন, ও নগদ ৫০ হাজার টাকা সহ অন‍্যান‍্য জিনিসও উদ্ধার করে মেমারি থানার পুলিশ। এ বিষয়ে আরও অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান।

Leave a Reply