রাজেন বিশ্বাস,

২৫সে সেপ্টেম্বর মহালয়ার দিন দেবীপক্ষের সূচনার সঙ্গে সূচনা হলো চন্দ্রিমা’জ আর, আর ফ্যাশন হাব এর বাংলা ফ্যাশন ও লাইফ স্টাইল ম্যাগাজিন “শুন বরনারী” । এই সন্ধ্যায় লঞ্চ করা হলো “দুর্গা পূজোর হাওয়া” গানের ভিডিও অ্যালবাম, যেখানে মেন ফিচার করা হয়েছে চন্দ্রিমা’জ আর, আর ফ্যাশন হাব এর কর্নধার চন্দ্রিমা বসুর ১১ বছরের মেয়ে রাইমা বসুকে , শুধু তাই নয় এই অ্যালবামটির সামগ্রিক পোষাক ও অলঙ্কার সজ্জা ডিজাইন করেছেন চন্দ্রিমা বসু। অ্যালবাম টি রিলিজ করা হয়েছে জী মিউজিক বাংলা কোম্পানী থেকে। একসঙ্গে অনেকগুলো আনন্দকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য মহালয়ার সন্ধ্যায় চন্দ্রিমা’জ আর আর ফ্যাশন হাব আয়োজন করে এক গ্ল্যামারাস ফ্যাশন রম্প শো এর। বিশিষ্ট অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা শুভাশিষ মুখার্জী, অভিনেত্রী দেবিকা মুখার্জী, পণ্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, প্রসেনজিৎ বসু, ডাঃ অশোক রায়, ডাঃ রোমি রায় ও আরো অনেকে। দারুণ গ্ল্যামারাস এই ফ্যাশন শো টি কনসেপ্ট ও কোরিওগ্রাফি করেন ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায়। প্রফেশনাল ও নন প্রফেশনাল মিলিয়ে প্রায় ৩০ জনেরও বেশী ছেলে – মেয়ে পার্টিসিপেট করে এই ফ্যাশন শো তে।

Leave a Reply