ভিড় জমছে মানিকতলার রাজেন্দ্রলাল স্ট্রীটের মান মন্দিরে

ধুমধাম করে শারদ উৎসবে
রাজেন্দ্রলাল স্ট্রীট সাধারণ দুর্গোৎসবের পুজা প্রাঙ্গণে শুভ সূচনায় উপস্থিত ছিলেন
সহ সভাপতি অমিত দত্ত, সম্পাদক রুমকু চ্যাটার্জী,পুরপিতা ও আইনজীবি অয়ন চ্ক্রবর্তি এবং শিক্ষাবিদ পায়েল গুপ্ত শর্মা ।

আশি তম বছরের পদার্পণ করলো এই পুজো। সাধারণ সাধারণ সম্পাদক রুমকু চ্যাটার্জী জানালেন এ বছরের আমদের ভাবনা মন মন্দির। যেখানে মন আর মন্দির এক সাথে বিরাজ করে।

Leave a Reply