খায়রুল আনাম

বীরভূম : বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় ২ দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩০ জানুয়ারী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ড. প্রলয় নায়েক বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে সাংবাদিক সম্মেলন করে জানান, ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। উপস্থিত থাকবেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সচিব সমরেন্দ্রনাথ সাঁতরা, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়-সহ অন্যান্যরা। প্রথাগত খেলার বাইরে গিয়েও বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রাখা হয়েছে। মানসিক বিকাশ ঘটাতে যে ধরনের শারীরিক চর্চ্চার প্রয়োজন হয়, তা এই দু’দিনের অনুষ্ঠানে উপস্থাপন করা হবে।

Leave a Reply