বিভেদ যাক চুকে,
গৌতম পাল,
আঁধার কালো মনের আলো
কোনটা বল চাই?
দীপাবলীর আলোকমালায়
চল না ভেসে যাই।
ঈশ্বর আল্লাহ ভগবান খোদা
সবাই নাকি অভিন্ন,
আমরা তবে জগতের মানুষ
কেন হয়ে আছি ভিন্ন?
ব্লাড ব্যাংকে রক্ত নিতে যদি
ধর্মের বালাই নাই,
ডাক্তার নার্স সবাই দেয় সেবা
ধর্মের কোথায় ঠাঁই?
প্রকৃতি যদি উদার হস্তে তার
জল-আলো-বায়ু দেয়,
ধর্মে ধর্মে এত কিসের বিভেদ
কী বলবে সে বেলায়?
ধর্মকে মাথায় রাখতে চাইলে
মানুষকে রাখো বুকে,
প্রকৃতি দিচ্ছে মিলনের ডাক
বিভেদ যাক চুকে!
সবার উপর মানুষ সত্য হলে
ধর্ম দেখাবে সঠিক পথ,
সকল ধর্মের সেরা মানব ধর্ম
কর্মই সাফল্যের রথ!
ভালোবাসো ভেদাভেদ ভুলে
ধর্মের জিগিরি নয়,
সকল ধর্ম মহান এই মহীতে
মানুষের হোক জয়!