সেখ সামসুদ্দিনঃ মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে বিবেক চেতনা উৎসব ২০২২ পালন করা হয়। কোভিড বিধিতে মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ প্রদান ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য‍্য, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাঃ আলী মোহাম্মদ ওয়ালি উল্লাহ, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, শিক্ষা কর্মধ‍্যক্ষ আব্দুল হালিম সহ পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ এবং পঞ্চায়েত সমিতি ও ব্লকের কর্মীবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বারে বারে কোভিড সচেতনতার কথা বলেন, মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি দূরত্ব বিধি মানতেও অনুরোধ করেন।

Leave a Reply