Spread the love

সেখ সামসুদ্দিন,

12 ই জানুয়ারি স্বামীজীর ১৫৯ তম জন্ম দিবস উপলক্ষে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য মেমারি ১ ব্লক তৃণমূল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করে কার্যসূচি শুরু করেন। তিনি ব্লক অফিসের পর ফ্লাটের সামনে থাকা স্বামীজীর মূর্তিতেও মাল্যদান করেন। উপস্থিত ছিলেন মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক কলা নবগ্রাম চক্রের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মহঃ জাহাঙ্গীর, এসসি ওবিসি সেলের সভাপতি তাপস বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে মাল্যদান করেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ব্লক সহ সভাপতি সেখ মোয়াজ্জেম এবং ব্লক সহ-সভাপতি সন্দীপ পরামানিক। এদিন তিনি বক্তব্যে বলেন কোভিড পরিস্থিতিতে মানুষ নিজে যেন সচেতন হন এবং মাস্ক-স্যানিটাইজার, দূরত্ববিধি মেনে চলুন। এদিন প্রসঙ্গক্রমে দলুইবাজার ২ ও দুর্গাপুর অঞ্চলে বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে বিধায়ককে প্রশ্ন করলে তিনি বলেন একটি চক্র তাকে কালিমালিপ্ত’ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তারা সফল হবেনা। একশ্রেণীর মিডিয়া এই অপপ্রচার চালাচ্ছে যেটা বাস্তব নয়। বিধায়কের বক্তব্য অনুযায়ী তিনি অফিশিয়ালি কোন মিটিং করতে যাননি। সেদিন দুর্গাপুর পঞ্চায়েতের কয়েক লক্ষ টাকা পড়ে রয়েছে ঠিক মত কাজ না হওয়ায় সেই টাকা ফেরত চলে যেতে পারে। সেই কারণেই খোঁজখবর নিতে গিয়েছিলেন। ওখানে গিয়ে দেখা যায় সমস্ত পঞ্চায়েত সদস্য উপস্থিত নেই। ফলে তিনি পরবর্তীতে এসে মিটিং করবেন বলে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে চলে আসেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু চক্রান্তকারীর ইন্ধনে মারপিটের ঘটনা ঘটায়, যা কখনই কাম্য নয়। তিনি বিধায়ক হিসেবে সকলের কথা শোনেন এবং যার যেখানে যা সমস্যা শুনে চেষ্টা করেন সমাধান করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *