বিট্টল মহারাজের ৭৬ তম জন্ম দিবস ও সনাতন হিন্দু কংগ্রেস।
সুবল সাহা,
শুক্রবার সর্বশ্রদ্ধেয় কিংঙ্কর বিট্টল রামানুজ মহারাজের ৭৬ জন্মদিন উপলক্ষে সাউথ ইস্ট এশিয়ান সনাতন কংগ্রেস অনুষ্ঠিত হল বরানগরের ডানলপের নিকট মহামিলন মঠে। এই সনাতন কংগ্রেসের আয়োজক ওঙ্কারনাথ মিশন। এই ধর্মসভাকে কেন্দ্র করে সারা ভারত ও বিদেশ থেকে সন্ত মহারাজগন এসে উপস্থিত হন। বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড সহ নানা রাজ্য থেকে সাধু সন্তরা যোগ দিতে আসেন। অখীল ভারতীয় আখারা পরিষদের এবং জুনা আখড়ার রাষ্ট্রীয় মহামন্ত্রী হরিগীরি মহারাজ বলেন হিন্দু ধর্মের রক্ষা করা দরকার পৃথিবীর শান্তি ও সমৃদ্ধির জন্য। তিনি বলেন ধর্মের প্রতি শ্রদ্ধা ও তাকে রক্ষা করতে সমস্ত হিন্দুর একসাথে চলতে হবে। সমাবেশ বক্তব্য রাখেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের বহ্মচারী মুরাল ভাই, নেপালের পশুপতি নাথের রমেশ উপ্রেতি মহারাজ, অযোধ্যার মহান্ত রামদাস, গঙ্গোত্রীর শিবপ্রকাশ সেমওয়াল মহারাজ৷ বেলুড় মঠের মহারাজগন, বেনারসের স্বামী প্রবুদ্ধানন্দ, বহ্মকুমারী আশ্রমের প্রতিনিধিরা, ভারত সেবাশ্রম সংঘর প্রতিনিধি মহারাজগন, কাশ্মীর থেকে পন্ডিত ওঙ্কারনাথ শাস্ত্রী, হরিদ্বারের শ্রীমদ স্বামী সূরজ দাস তাঁদের ধর্মের আধ্যাত্মিক ও দার্শনিক দিক ব্যাখ্যা করেন। তাছাড়া বিভিন্ন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বক্তব্য রাখেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে ওঙ্কারনাথ মিশনের প্রেসিডেন্ট প্রিয়নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কিংঙ্কর বিট্টল রামানুজ মহারাজের শুভ জন্মদিন উপলক্ষে নানা রকম উপহার সামগ্রী পাঠীয়েছেন। তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও এই সমাবেশে যোগ দেন। বক্তব্য রাখেন মন্ত্রী সুজিত বসু এবং এমএলএ তাপস রায় |