বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, মঙ্গলে মামলা? 

নিজস্ব প্রতিনিধি, 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কলকাতা হাইকোর্টের দুজন স্বনামখ্যাত বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য পোস্ট হয়েছে। বিতর্কিত পোস্ট দেখে অনেকেই মনে করছেন এরা শাসক দলের কর্মী / সমর্থক হতে পারেন।ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি কে নিয়ে এজলাস বয়কট, বাড়ির সামনে পোস্টার সাঁটানো ইত্যাদি ইত্যাদি হয়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় দুজন বহু চর্চিত বিচারপতি দের নিয়ে এইসব পোস্ট হচ্ছে।আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্ট খুলছে।তাই ওইদিন এই বিষয়ে মামলা দাখিল করতে চলেছেন আইনজীবী শমীক বাগচি। তিনি জানিয়েছেন -‘ বিচারব্যবস্থা ছেলেখেলার বিষয় নয়, পোস্টের অন্তরালে থাকা ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে চাই”। 

Leave a Reply