বালি,
পাখি,
বালি আমার,বালি তোমার
রাজ্য বালিময়
পূবের বালি পশ্চিমে যায়
তাতে কিবা হয়?
বালি হলি কালি শেষে
মাখালি কত মুখে
কত ভণ্ড বেরিয়ে এলো, যারা ছিল সাধু বেশে।
বালি,
পাখি,
বালি আমার,বালি তোমার
রাজ্য বালিময়
পূবের বালি পশ্চিমে যায়
তাতে কিবা হয়?
বালি হলি কালি শেষে
মাখালি কত মুখে
কত ভণ্ড বেরিয়ে এলো, যারা ছিল সাধু বেশে।