সাধন মন্ডল,
স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিবস উদযাপন হলো সন্ধ্যায় বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের স্কুলডাঙা কার্যালয়ে।
বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংঘ সভাপতি ডাঃ অমিতাভ চট্টরাজ, উপস্থিত ছিলেন সম্পাদক রবীন মণ্ডল, সৌরভ বসু, দিলীপ দত্ত, ভজন দত্ত প্রমুখ সকলেই বিবেকানন্দের প্রতিকৃতিতেপুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন। সাম্প্রতিক সময়ে আদর্শহীন পৃথিবীতে বিবেকানন্দের আদর্শ ও বাণীর গুরুত্ব ও তাৎপর্য ব্যাখা করেন ডাঃ অমিতাভ চট্টরাজ তিনি বিবেকানন্দের ভাবধারাকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ।আজকের যুব সমাজ মোবাইলে ব্যস্ত তারা ভারতীয় সংস্কৃতি ও বিবেকানন্দ আদর্শ সম্পর্কে অনেকটাই অবুঝ। আমরাআমাদের চলনে বলনে বিদেশী সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছি অথচ আমাদের ভারতীয় সংস্কৃতি গৌরব ভুলে যেতে বসেছি তাই আজকের দিনে আমাদের শপথ নিতে হবে যুব সমাজের মধ্যে বিবেকানন্দের ভাবাদর্শ পৌঁছে দিতে হবে।