Spread the love

শুভদীপ ঋজু মন্ডল,

মকর পরব উপলক্ষে বাংলার গ্রামেগঞ্জে শুরু হয়েছে নানান কাজকর্ম এই অনুষ্ঠান মূলত পিঠা উৎসব নামে পরিচিত। বিভিন্ন ধরনের পিঠা তৈরি করেন গ্রামের মহিলারা এই সময় গ্রাম বাংলার ঐতিহ্য মন্ডিত একটি পিঠে হলো পুরপিঠে বা গড়গড়ি পিঠে।এটি তৈরি করতে হলে ঢেকিথেকে তৈরি হওয়া চালগুঁড়ি প্রয়োজন সেই চালগুঁড়ি তৈরিতে ব্যস্ত বাড়ির মহিলারা। যদিও এই ঢেঁকি এখন গ্রাম-গঞ্জ থেকে হারিয়ে যেতে বসেছে। লুপ্তপ্রায় এই ঢেকি শিল্প ।অতীতে গ্রামে-গঞ্জের মানুষরা ঢেঁকি থেকেই ঢেঁকির মাধ্যমে ধান থেকে চাল তৈরি করতেন এখন অতীত। মকর দিন দিন সকাল সকাল মকর স্নান করে পিঠে খেতে বসবেন পরিবারের সদস্যরা এদিন পিঠে উৎসবে মাতেন জঙ্গলমহল তথা রাঢ় বাংলা । তারপরবেরিয়ে পড়েন বিভিন্ন মেলা প্রাঙ্গণে। সেখানে টুসু ভাসানো উৎসব অনুষ্ঠিত হয়। টুসু হলেন বাংলার লৌকিক দেবী ।টুসু নিয়ে নৃত্য করতে করতে টুসু প্রেমীরা বিভিন্ন নদীর ঘাটে হাজির হন তারপর টুসুকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। জঙ্গলমহল এলাকায় মকর পরব উপলক্ষে সবচেয়ে বড় মেলা বসে মুকুটমণিপুর জলাধার এর পারে পরেশনাথ পাহাড় এবং খাতড়ার সন্নিকটে কংসাবতী নদীর তীরে পরকূল মেলা এছাড়া বর্তমানে সিমলাপাল এর কাছে শিলাবতী নদীর কূলে আনন্দপুর এ গঙ্গা মেলা উল্লেখযোগ্য। তাছাড়া বিভিন্ন এলাকায় ছোট ছোট মেলা বসে সারা জঙ্গলমহল জুড়ে ।এদিন থেকে আরও চার দিন ধরে বিভিন্ন জায়গায় গ্রাম্য দেবতার পূজো হয় ও মেলা বসে আনন্দে মেতে ওঠেন আমজনতা। আবার আজকের দিনে মকর স্নান কর সকলেই নতুন বস্ত্র পরিধান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *