সোমনাথ ভট্টাচার্য,

এদিন পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে যোগ দিবস পালিত হয় বর্ধমান আদালত চত্বরে | উপস্থিত ছিলেন জেলা বিচারক ও আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান শোভন কুমার মুখোপাধ্যায়,শুভঙ্কর বিশ্বাস, সচিব, আইনি পরিষেবা কর্তৃপক্ষ,বার অ্যাসোসিয়েশনের সদস্যরা,প্যারালিগাল ভলেন্টিয়াররা প্রমূখ |

Leave a Reply