গোপাল দেবনাথ : কলকাতা, ২২ ডিসেম্বর ২০২১। চন্দ্রানী দাসের প্রযোজনা সংস্থা মায়া এন্টারটেইনমেন্ট এর ব্যানারে খুব শিগগির মুক্তি পেতে চলেছে নতুন মিউজিক ভিডিও ‘ভুল না পায়ে’।
পার্থ ব্যানার্জীর সুর করা ও গাওয়া এই গানের মিউজিক ভিডিও তে দেখতে পাওয়া যাবে সঙ্গীত শিল্পী পার্থ ও অভিনেত্রী চন্দ্রানী দাস কে। মিউজিক ভিডিওর ক্যামেরা করেছেন সুশোভন চক্রবর্তী, মিউজিক ভিডিওর সম্পাদনা করেছেন অজিতাভ বরাট। মেক আপ ও কেশ বিন্যাসে রয়েছেন শক্তি দাস, মিউজিক ভিডিওর ভাবনা ও পরিচালনায় রয়েছেন চন্দ্রানী ও অজিতাভ।
মিউজিক ভিডিওর পোস্টার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মায়া এন্টারটেইনমেন্ট এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। আগামী ২৫ শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিনে এই রোম্যান্টিক মিউজিক ভিডিও টি মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন প্রযোজক চন্দ্রানী। মিউজিক ভিডিও নিয়ে বিশেষ ভাবে আশাবাদী তিনি।

Leave a Reply