বছরের অন্যান্য পবিত্র দিনের মতো ২০২৪ এর একুশে ফেব্রুয়ারি আর একটা পবিত্র দিন ভাষা দিবস
এই দিনগুলিতে “আলো” সমাজের কিছু আর্থিকভাবে পিছিয়ে পড়া আমাদের প্রিয় মানুষদের নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী দিয়ে সেবা করে মাত্র , আজকে আমরা আশি থেকে নব্বই জন মানুষকে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী আলোর তরফ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সোদপুর ও বব্যারাকপুর এই দুইটি স্টেশনে আশ্রিত কিছু অসহায় মানুষকে একটি বেলার জন্য ফ্রাইড রাইস ও আলুর দম দিয়ে তাদের আহারের ব্যবস্থা করা হয়েছিল।
উক্ত কাজে আর্থিকভাবে হৃদয় দিয়ে সহযোগিতা করেছেন হুগলি জেলার ভদ্রেশ্বরের তারকেশ্বর পল্লীর শ্রী সদানন্দ কর্মকার ও ওনার সুযোগ্য সহধর্মিনী শ্রীমতি পামেলা কর্মকার , মালদহ জেলার সুজাপুরের মহম্মদ রেজাউল শেখের সুযোগ্য পুত্র আতিউর রহমান ও মোঃ আবু বক্করের সুযোগ্য পুত্র কামিরুল হক আলোর সামাজিক আঙিনা তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় ।আলোর এই কর্মকাণ্ডের উদ্যোগ প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত গঠনের একটা অংশ মাত্র।আলোর পক্ষ থেকে পাশে থাকার এই মানুষদের ধন্যবাদ জানাই ও কামনা করি যে ওনারা বেঁচে থাকার পাশাপাশি পারিবারিক দায়বদ্ধতা পালন করার সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্ব পালন করছেন।আলোর এই কর্মকাণ্ডে আর্থিক ভাবে পাশে থেকেছেন আন্তরিক ভাবে।তাই ধন্যবাদ জানাই আলোর সকল সদস্যদের পক্ষ থেকে ও আলোর কর্ণধার প্রবুদ্ধ রায়ের পক্ষ থেকে।