ফের আইনী রক্ষাকবচ পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 

অনিন্দ্য চট্টরাজ

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নুতন এক এফআইআর নিয়ে শুনানি।  আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট  । মোট ছ’টি মামলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট  ।আগের পাঁচটি মামলার সঙ্গে পূর্ব মেদিনীপুরের কাঁথি শ্মশানের টেন্ডার দুর্নীতির মামলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ । এদিন এই  নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থার ।আগামী  ৫  জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে  ।এদিনকার  শুনানিতে রাজ্যের পক্ষে  জানানো হয় যে -‘ অ্যাডভোকেট জেনারেল এই মামলায় রাজ্যের হয়ে বক্তব্য জানাবেন’ ।এদিন  কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি পর্বে  শুভেন্দু অধিকারীর আইনজীবীর অভিযোগ,- ‘ গত ২৯ নভেম্বর অর্ডার ছিল এই আদালতের । অথচ ২৮ নভেম্বর নতুন মামলা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । সেটা রাজ্য গোপন করেছে আদালতের কাছে ‘ ।প্রসঙ্গত , বিরোধী দলনেতার বিরুদ্ধে অকারণ হেনস্তা করার জন্য রাজ্য একের পর মামলা করছে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী । বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, -‘ আদালতের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না’ । পরে তা ডিভিশন বেঞ্চ বহাল রাখে। গত ৮ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের করা সমস্ত এফআইআর এর উপর স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট । সেদিন আদালত নির্দেশ দেয় যে -‘যতদিন মামলার নিষ্পত্তি না হবে, ততদিন পর্যন্ত স্থগিতাদেশ থাকবে’ ।আদালত সেদিন জানায়, -‘ সবপক্ষ হলফনামা জমা দেওয়ার পর আদালত ঠিক করবে, এই সমস্ত মামলা কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যাবে কি না? ‘  সেদিন বিচারপতি পর্যবেক্ষণে বলেছিলেন, ‘শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা । এইভাবে তাঁর বিরুদ্ধে এফআইআর করে পুলিশ জনগণের জন্য তাঁর কাজ স্তব্ধ করার চেষ্টা করছে ।’সেদিন শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী  বলেছিলেন, – ‘এই নিয়ে দ্বিতীয় বা তৃতীয় বার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে । শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক এফআইআর হচ্ছে । বিভিন্ন থানায় সামান্য অজুহাতে এফআইআর দায়ের করা হচ্ছে । আদালতের নির্দেশ ছিল, আদালতের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না’ । মঙ্গলবার আগের পাঁচটি মামলার সঙ্গে কাঁথির টেন্ডার দুর্নীতির মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থার। আগামী ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা  বিরুদ্ধে মোট ২৬টি এফআইআর রয়েছে বিভিন্ন থানায়। তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে ২৬টি এফআইআরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। স্পষ্ট বলা হয়েছিল, কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে নতুন করে আরও কোনও এফআইআর করা যাবে না।তবে হাইকোর্টের রায়ের পরও আসানসোলের মর্মান্তিক ঘটনায় (কম্বল বিতরণে পদপিষ্ট)   শুভেন্দুর বিরুদ্ধে নয়া এফআইআর দায়ের করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তবে শীর্ষ আদালত রাজ্যকে ফের কলকাতা হাইকোর্টে ফিরিয়েছিল এবং ডিভিশন বেঞ্চে যেতে বলেছিল। এই বেঞ্চে রাজ্যের আবেদন মঞ্জুর হলেও কোনও লাভ হয়নি। শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ বহালই থেকেছে। এবার কাঁথির টেন্ডার দুর্নীতি মামলাতেও বড় স্বস্তি পেয়ে গেলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। 

Leave a Reply