বিবেকানন্দর জন্মদিবস পালন পূর্বস্হলীতে,


দীপঙ্কর চক্রবর্ত্তী


বুধবার স্বামী বিবেকানন্দর ১৫৯ তম জন্ম দিবস পালিত হল বিভিন্ন স্হানে।পূর্বস্হলীর পারুলিয়া বিবেকানন্দ যুব মহামন্ডল প্রতি বছর বর্নাঢ্য শোভাযাত্রা করে বিবেকানন্দর ছবি,রামকৃষ্ন,সারদামায়ের ছবি নিয়ে।সাথে থাকে বিবেকগীতি।মহামন্ডলের যুবকরা ছাড়াও কুলকামিনী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শোভাযাত্রায় সামিল হতো।এবছর করোনার জন্য তার কিছুই করা না গেলেও তারা টোটোতে বিবেকানন্দর ছবি নিয়ে পারুলিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিলি করে ও মানুষকে করোনা নিয়ে সচেতন করেন।
পূর্বস্হলী ১/২ নং ব্লকের তরফেও বিবেক চেতনা উৎসব পালিত হল করোনা বিধি মেনে অল্প সংখ্যক মানুষ নিয়ে।

Leave a Reply