খায়রুল আনাম,

বীরভূম : পুর শহর সাঁইথিয়ার ৭ নম্বর ওয়ার্ডের বেশকিছু যুবক করোনাবিধি উপেক্ষা করে স্থানীয় একটি মাঠে যায় পিকনিক করতে। সকাল থেকে সেখানে বক্স বাজিয়ে চলছিলো হুল্লোড়। খবর পেয়েই সেখানে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। পুলিশকে দেখে কয়েকজন মাঠ দিয়ে দৌড়ে পালিয়েও যায়। পুলিশ পিকনিক বন্ধ করে দিয়ে বক্স তুলে নিয়ে আসে থানায়।

Leave a Reply