Spread the love

খায়রুল আনাম,

বীরভূম : জেলার পুর শহরগুলিতে একটা সময় মেনে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই বিধি যাতে সঠিকভাবে মান্যতা পায় সে জন্য প্রশাসনিকভাবে তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয় পুরসভাগুলিও এক্ষেত্রে প্রশাসনকে সমস্ত রকমের সহযোগিতা করা হচ্ছে। তবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে, বহুক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে নানাবিধ সমস্যারও সৃষ্টি হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তারা যে ভাবে কাজ করতে অভ্যস্ত, এক্ষেত্রে তা ব্যহত হচ্ছে বলেও অনেকে মনে করছেন। শহরাঞ্চলের বড় রাস্তাগুলিতে পুলিশি টহলসহ অন্যান্য তৎপরতা দেখা গেলেও, শহরাঞ্চলের বিভিন্ন পাড়া বা মহল্লার দিকে তেমন কোনও নজরও দেওয়া হচ্ছে না। প্রশাসনিকস্তরে এককভাবে সমস্ত কাজ জরা সম্ভব নয় এই অতিমারির সময়ে। তাই, সর্বত্র স্থানীয় মানুষের সাথে সমন্বয় রক্ষা করে কাজ করাটা অনেক বেশি জরুরি বলেই মনে হচ্ছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *