আমিরুল ইসলাম,


মঙ্গলকোটের পালিশগ্রামে শ্মশান কালী পূজা উপলক্ষে মহাভোগের আয়োজন, ভোগ খেলেন ৯ হাজার মানুষ।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশ গ্রামে শশান কালী পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছিল আজ আজ মঙ্গলকোটের বিভিন্ন গ্রাম থেকে 9000 মানুষজন খেলেন মহা ভোগ।

কালীতলায় এই ভোগের আয়োজন করা হয় দীর্ঘ রীতিনীতি মেনে শ্মশানকালীর বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, জানালেন পুজো কমিটির সদস্য শ্যামাপ্রসন্ন লোহার।

এলাকার সকল সম্প্রদায়ের মানুষজন আসেন এই মহা ভোগ খেতে।

Leave a Reply