গোপাল দেবনাথ : কলকাতা, ২৭ ডিসেম্বর ২০২১। বহু গুন সম্পন্না পারমিতা কে প্রায় সকলেই চেনেন। এই পারমিতা নিজে ‘পালক’ ডকু ফিচারে কাজ করেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পারমিতা বলেন, পৃথিবীতে মানুষ প্রধানতঃ দুই ধরনের হয় একদল যারা জীবন কাটায়, আরেক দল যারা জীবনটা আমার মতো করে বাঁচে, আর সেই বেঁচে থাকার উদ্দেশ্যই হল নিজের স্বপ্নগুলোকে পরিচর্যা করা। “পালক”, সেই সমস্ত মেয়েদের তথা মানুষের কথা বলে যারা ঘুমিয়ে স্বপ্ন দেখেনা বরং তাদের স্বপ্ন তাদের ঘুমোতে দেয়না। আমি আমার স্বপ্ন পূরনের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদে পালক আমার মত বহু মানুষের স্বপ্ন পূরণের দিশারী হয়ে উঠুক, এই কামনা করি। মডেলিং ক্যরিয়ারে রাম্প ওয়াক, ফোটোশুট, ব্রান্ডশুট এর পাশাপাশি একজন বিচারক হিসেবেও কাজ করেছি কিন্তু এই ডকু-ফিচারে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। আকাশ বণিকের কথা আমি এইখানে বিশেষ ভাবে উল্লেখ করতে চাই, তার চিত্রনাট্য, নির্দেশনা এবং পরিকল্পনা পালকের সিংহভাগ কৃতিত্ব তারই। এছাড়াও সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনায় আছেন সত্যজিৎ সি্ংহ নেগি, খুবই ভাল কাজ করেছেন তিনি সঙ্গে আছেন সৌনক। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন পীযূষ, এক কথায় বলা যায় দূর্দান্ত। এক্ষেত্রে বিশেষ ভাবে উল্লেখ করতে হয় শুভজিৎ ঘোষের বাঁশি। পোশাক পরিকল্পনায় ছিলেন ইরানি মিত্র। মেকআপ এবং হেয়ার স্টাইল প্রিয়া দাস এর। পালকের চ্যানেল পার্টনার হলেন ক্যালকলিং টিভি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পন্ডিত প্রদ্যুৎ মুখার্জী, বরিষ্ঠ সাংবাদিক হৃত্বিক মুখার্জী, সুলেখা ভদ্র, দেবযানী ভট্টাচার্য, লেখক অদিতি বণিক এবং সল্টলেকের লেকমে একাডেমীর সুমন দাস।