পৌর নির্বাচনে প্রার্থী পরিচিতিতে পানিহাটির মানুষের আবেগ সম্রাট চক্রবর্তী
সংবাদদাতা : ২৭শে ফেব্রুয়ারি পানিহাটি পৌরসভা নির্বাচন ।।২৩ নম্বর ওয়ার্ডে প্রতিদিনই মানুষের কাছে পরিচিতি হতে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল মনোনীত প্রার্থী সম্রাট চক্রবর্তী । তিনি যেখানেই যাচ্ছেন তার আসার খবর পেয়ে সাধারণ মানুষ আবেগে তার কাছে ছুটে আসছে ।। সম্রাট বাবু ভরসা করার কথা জানাবার সাথে সাথেই তারা আবেগে একসাথে বলে উঠছেন, না দাদা অনুরোধ নয়, আমরা সবাই আপনার পাশে আছি। এলাকায় যেন ছোট ছোট উৎসবের আকার নিচ্ছে।। বহুদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজ ও জনসেবায় সবার মুখে একটাই নাম সম্রাট চক্রবর্তী ।। সেই আবেগে সম্রাট চক্রবর্তী এলাকায় পৌঁছানোর সাথে সাথেই রাস্তায় নেমে আসছে এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে সম্রাট বাবুর মানুষের প্রতি ব্যবহার ও দলমত নির্বিশেষে সমগ্র মানুষের জন্য কাজ করা র ফল আজকে তিনি বুঝতে পারছেন এত মানুষের ভালোবাসা দেখে। সমগ্র পানিহাটি জুড়ে উন্নয়নের জোয়ারে ২৩ নম্বর ওয়ার্ড ও বাদ যায়নি তবুও এলাকার মানুষদের আবেগ দেখে আশ্চর্য হতেই হয়। সম্রাট বাবু জানালেন ভালোর তো শেষ নেই ,সমগ্র ওয়ার্ড জুড়ে যথেষ্ট কাজ হয়েছে ,আমি আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করব, এলাকার মানুষদের এই আবেগ ও দুই হাত ভরা আশীর্বাদ আমাকে আগামী দিনে প্রেরণা যোগাচ্ছে। মানুষের পাশে আগেও ছিলাম , এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো।।

Leave a Reply