খায়রুল আনাম,

বীরভূম : রাত্রে নলহাটি থানার পুলিশ অভিযানে বেরিয়ে ভবানন্দপুর এলাকায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার কথাবার্তায় অসঙ্গতি পেয়ে পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে পাওয়া যায় একটি একনলা দেশি বন্দুক ও একটি কার্তুজ। তারপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। জাহাঙ্গীর কবির নামে ওই ব্যক্তির বাড়ি নলহাটি থানারই লক্ষ্মীনারায়ণপুরে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছে এবং কী উদ্দেশ্যে রাত্রে দাঁড়িয়ে ছিলো, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply