আমিরুল ইসলাম,
ভাতারের নর্জায় বাসের সঙ্গে লরির সংঘর্ষে আহত 15 জন, ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ।
পূর্ব বর্ধমান জেলার ভাতার নর্জায় আজ একটি কলকাতা ধুলিয়ান বাস বর্ধমান থেকে নতুনহাটের দিকে যাচ্ছিল। সেই সময় সামনে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে।
যার ফলে বাসে থাকা প্রায় 15 জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়ায় ভাতার হসপিটালে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
লরিটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, ভাতারের নতুনগ্রামে আটক করে ভাতার থানার পুলিশ। বাস,ও লরি দুটো কেই আটক করা হয় ভাতার থানার পুলিশ