২৭ মার্চ ২০২৪ ‘বিশ্ব নাট্য দিবস’ উদযাপনের পরে পরেই শুরু হয়ে গেল “দল নাট্যগোষ্ঠী”র নাট্যোৎসবের ঘন্টা। এবার নিয়ে তাদের ৪র্থ বারের আয়োজন।

আগামী ৩০ এবং ৩১ মার্চ ২০২৪ দিগন্তপল্লী কালী মন্দির প্রাঙ্গনে “দল নাট্যগোষ্ঠী”র আয়োজনে আয়োজিত হতে চলেছে দুই দিন ব্যাপি “নটী বিনোদিনী নাট্যোৎসব”। উৎসবে দলের নিজস্ব প্রযোজনা ছাড়াও থাকছে আরো পাঁচটি নাটক। তন্মধ্যে রয়েছে আসানসোল, হাওড়া, মালদা সহ বোলপুরের একটি নাট্য প্রযোজনা এবং সেই সাথে রয়েছে বিশ্বভারতী নাট্যকলা বিভাগের নিজস্ব প্রযোজনা।

Leave a Reply