দেশত্যাগ রুখতে ইমামদের দারস্থ তালিবান 


আমিরুল ইসলাম,


‘দেশ ছাড়তে নাগরিকদের বারণ করুন ‘ এই আবেদন রাখলো তালিবান নেতৃত্ব। আফগানিস্তানের সমস্ত ইমাম ও ধর্মপ্রচারকদের কাছে সরকারি গাইডলাইন বেঁধে দিয়েছে তালিবান।সেখানে কাবুল সহ আফগানিস্তানের সমস্ত ইমাম ও ধর্মপ্রচারকরা যেন দেশত্যাগ রুখতে নামাজ শেষে প্রার্থনায় নাগরিকদের বোঝান। গত ১৫ আগস্ট তালিবানের কাবুল দখলের মধ্য দিয়ে হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে ভীড় করছে।এই ভীড় সামলাতে গুলিও চলেছে।এমনকি বিমানের চাকায় বিপদজনকভাবে চাপতে গিয়ে দুজন মারাও যায়।নির্যাতনের ভয়ে সাধারণত আফগানরা পালিয়ে যাচ্ছে।আন্তর্জাতিক মহলে তালিবান নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে ইমামদের মাধ্যমে দেশত্যাগ রুখতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই দুশোর বেশি ভারতীয় এবং সাত হাজারের বেশি মার্কিন নাগরিক আফগানিস্তান ছেড়েছে।

Leave a Reply