দুর্গাপুরে অনুষ্ঠিত হলো আন্তরিক পত্রিকার বৈঠকী আড্ডা ~

আন্তরিক সাহিত্য পত্রিকা আয়োজন করলো বর্ষবরণের বৈঠকী আড্ডা দুর্গাপুরের বিবেকানন্দ পার্কের অফিস ভবনে । অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের বরিষ্ঠ কবিদের । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী সমীরন পাত্র ও তবলাতে সহযোগিতা করেন শিল্পী তরুণ সাহা।

        শিশু সাহিত্যিক ঝর্ণা মুখোপাধ্যায় , কৃষ্ণা চৌধুরী , রুনা ভট্টাচার্য , বৈশাখী মুখার্জ্জী , রাজ মুখার্জ্জী , অশোক সিংহরায় , চন্দ্রা পাঁজা , শিপ্রা ব্যানার্জী প্রমুখ ছাড়াও অনেক বরিষ্ঠ সাহিত্যিক  উপস্থিত ছিলেন অনুষ্ঠানে । স্বরচিত কবিতা পাঠ , আবৃত্তি  ,নৃত্য  ,সংগীত ও সমাজের উন্নয়নমূলক কিছু কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় সভাটিতে ।শিশু শিল্পী সরস্বতী ও পল্লবীর নৃত্য দর্শকদের হৃদয়গ্রাহী হয় । পত্রিকার  সম্পাদিকা অন্তরা সিংহরায় সভার শুরুতেই নববর্ষের শুভ কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন  করেন সকলকে । এক মনোজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণ হলো সমাজ সেবামূলক পত্রিকা সংস্থা অন্তরিকের অফিস ভবনে ।

Leave a Reply