Spread the love

কলকাতায় অনুষ্ঠিত হলো সাড়ম্বরে কবিতা উৎসব ~
অন্তরা সিংহরায়

সম্প্রতি কলকাতার আলিপুর জেলা পরিষদের কনফারেন্স রুমে কবিতা উৎসব অনুষ্ঠিত হলো। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের সহযোগিতায় ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের পৃষ্ঠপোষকতায় এই বর্ণময় কবিতা উৎসবের আয়োজক ছিল সাকিল আহমেদ সম্পাদিত কুসুমের ফেরা সাহিত্য পত্রিকা।
উৎসবের উদ্বোধন করেন কবি অরুণ কুমার চক্রবর্তী, প্রধান অতিথি ছিলেন ভূ পর্যটক কবি অমরেন্দ্র চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উমাপদ পুরকাইত,কলকাতা দুরর্দশনের প্রাক্তন ডিরেক্টর কবি পঙ্কজ সাহা কবি চৈতালী চট্টোপাধ্যায়, কাজল চক্রবর্তী, কফি হাউস পত্রিকার সম্পাদক কবি অশোক রায়চৌধুরী,কবি কমল দে সিকদার, কবি তাপস রায় ,নীপা চক্রবর্তী, পুষ্পিতা চট্টোপাধ্যায়,জাতুয়া ইনস্টিটিউটের ডিরেক্টর আব্দুল্লাহ জাতুয়া প্রমুখ।প্রায় শতাধিক কবি কবিতা পাঠ করেন।
ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু মিহির সেন স্মৃতি পুরস্কার পেলেন জাতীয় সাঁতারু মনিরুল মোল্লা।পুরস্কারের আর্থিক মূল্য দশ হাজার টাকা ছিল। মনিরুল মোল্লা বলেন সারা জীবন সাঁতারের জন্য ব্যয় করেছি।কিংবদন্তি সাঁতারু মিহির সেন হোক বর্তমান প্রজন্মের প্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *