দুর্গাপুরের বুকে এবারে ফিজিক্সওয়ালা খুলে ফেললো তাদের কোচিং সেন্টার ক্লাস শুরু নভেম্বর মাসে

ঐশিক সেন,

এতদিন অনলাইনেই পড়ুয়াদের স্বাদ মেটাতে হতো ফিজিক্সওয়ালা কোচিং সেন্টারের । এবারে কিন্তু পড়ুয়াদের জন্য দুর্গাপুরের সিটিসেন্টারে চলেই এল ফিজিক্সওয়ালা । ফিজিক্সঅয়ালা মানেই বাঁধ ভাঙ্গা উচ্ছাস আর সাফল্যের হাতছানি । সেই ফিজিক্সওয়ালা এবার দুর্গাপুরে । ভর্তি চলছে । শনিবার দুর্গাপুরে সিটি সেন্টার এর একটি বেসরকারি হোটেলে সংস্হার কতৃপক্ষ সাফ জানাচ্ছেন তারা খুব ভালো সাড়া পাচ্ছেন ইতিমধ্যেই ক্লাস শুরু হবে নভেম্বর মাস থেকেই । ফিজিক্সওয়ালার দুর্গাপুরে এবার প্রথম পদার্পণ তাই এবারে শুধু থাকবে নিট আর জে ই ই । কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোচিং করানোর ব্যবস্থা থাকবে । সংস্থার পক্ষ থেকে শুভ্র ভট্টাচাৰ্য বলেন “ ফিজ অন্য যেকোন কোচিং সেন্টারের থেকে কম । স্কলারশিপের ব্যবস্থা আছে । দরিদ্র্য অথচ মেধাবীদের জন্য রয়েছে গুরুকুল এবং সেখানে পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমান করতে পারলেই খরচের দায় ফিজিক্সওয়ালার ।

Leave a Reply