আজ ভারত সরকারের অধীনে জাতীয় স্বচ্ছ অভিযানে এম এস এম ই দপ্তরের এক অভিনব কর্মসূচি আনুষ্ঠিত হল দক্ষিনেশ্বরে আদ্যাপীঠ মন্দিরে ৷ উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ব্র. মুরাল ভাই ‘নির্মল চৌধুরী , তাপস রায, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ডঃ গৌতম বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা৷ সহযোগিতযার ছিলেন আদ্যাপীঠ পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাএ ছাত্রী ও অন্যান্যরা | ছবি সুবল সাহা

Leave a Reply