তোমাকে চাই
তুহিনা চক্রবর্তী
একটা গল্পের শেষ পৃষ্ঠায় তোমাকে চাই।
একটু নীরবতায় তোমাকে চাই।
লাল পলাশের রঙিন বেলায়
মাঝ দুপুরে তোমাকে চাই।
হাজার ভিড়ে কোলাহলে চেনা শহরে
তোমাকে চাই।
স্পর্শে গন্ধে অনুভবে অজুহাতে তোমাকে চাই।
রক্তকরবীর বুক চিরে, ঝরে যাওয়া এক ফোঁটা
বৃষ্টিতে তোমাকে চাই।
তোমাকে চাই আদরে, তোমাকে চাই আবদারে
তোমাকে চাই জীবনের একটু অবসরে।
তোমাকে চাই আবেগে, অভিমানে, অভিনয়ে।
তোমাকে চাই পাখিরঙ বিকেলে, আলসেমি দুপুরে,
ঝাউ বনের আড়ালে গোপন আলাপনে।
তোমাকে চাই জীবনে, মরণে,হৃদয়ের প্রতিটি আলোড়নে।
শুধু তোমাকেই চাই জীবনের প্রতিটি সংগ্রামে।