ডাকছে এখন স্কুলবাড়িটা,

বিপ্লব ভট্টাচার্য্য,

দাও ফিরিয়ে স্কুল বাড়িটা
আবার সবাই নামতা পড়ি,
পড়ার সাথী আয়রে ছুটে
সবুজ মাঠে ওড়াই ঘুড়ি।

টাই-টা মা পরিয়ে দেবে
গালে দেবে মিষ্টি হামি,
পড়ার ব্যাগ পিঠে নিয়ে
স্কুলে আবার যাবো আমি।

বেঞ্চ টেবিলে জমছে ধুলো
মুছবো সবাই দল করে,
ভক্তি ভরে জাতীয় সংগীত
গাইবো আবার হাত ধরে।

চক ডাস্টার নেবো আবার
অঙ্ক কষায় নেইকো ভয়,
হোম টাক্স করবো আবার
লেখা পড়ায় হবেই জয়।

স্কুলটা কবে খুলবে মাগো
কিছুই তো লাগেনা ভালো,
স্কুল ছাড়া জীবন সবার
যেন নিকষ আঁধার কালো।

টিফিন বেলায় কৌটো খুলে
বকুল তলায় বসবো সবাই,
ভাগ করে টিফিন খাওয়া
ফাস্ট বেঞ্চটা চাই-ই চাই।

প্রকৃতি পাঠে বাবু আঙ্কেল
পাশে বসে চেনাবে ফুল
রেগে গেলেও বাসবে ভালো
যতই করি আমরা ভুল।

ড্রিলের ক্লাস হলে পরে
মাতবো সবাই ধরে হাত,
হাত পা ছুড়ে কসরতে
কে করবে কাকে মাত?

করোনা তুমি দৈত্যি ছানা
এত কষ্ট কেন দাও,
বন্ধু আমার কাঁদছে দেখো
বলো কী আর তুমি চাও?

দুষ্টুমি তো অনেক হল
টানা দুটো বছর ধরে,
ক্ষান্ত এবার হওগো তুমি
এখন যাওগো এবার সরে।

তোমার জন্য বন্ধু আমার
কাঁদছে বসে একলা ঘরে,
স্কুল এখন খুলতে দাও
বলছি শুধু করুণ স্বরে।

ডাকছে দেখো স্কুল বাড়িটা
সেও কাঁদছে একা একা
বন্ধুরা সব হারিয়ে গেছে
কোথায় পাবো তাদের দেখা?

স্কুলের সময় ছিল যখন
কতই ছুটো ছুটির মেলা,
এখন শুধু ঘরে বসে
কাটেনা আর সকাল বেলা।

Leave a Reply