টিভি নাইন বাংলা রঙের গান

কলকাতা, ৭ মার্চ: বসন্ত তো শুধু রঙের উৎসব নয়, মিলনেরও উৎসব। তাই দুই বাংলার কথা-সুরের রং-মিলন্তি এবার TV9 বাংলায়। বগা তালেবের লোকগীতি আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আর্যার গানে ওপার-এপারের মেলবন্ধনের আয়োজন। সঙ্গে প্রতিদিন একটি গানের বন্ধুরা। আর শান্তিনিকেতন ও ওপার বাংলার বসন্ত উৎসবের গল্প, সুরের আবহে জমাটি আড্ডারও আসর। TV9 বাংলার এক্সক্লুসিভ অনুষ্ঠান বাঙালিয়ানায় দেখুন–‘রঙের গান’। ৭ মার্চ, মঙ্গলবার দুপুর ২টো।

Leave a Reply