সাধন মন্ডল,

দিদির সুরক্ষা কবচ এর কর্মসূচি হিসেবে জনসংযোগ এ অংশ নিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র। তিনি আজ চিল তোড় অঞ্চলের ঢেপুয়া গ্রামে গ্রামবাসীদের সাথে নিয়ে আলোচনা এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন তাছাড়া তিনি দিদির বিভিন্ন সামাজিক প্রকল্পগুলির কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখর রাউত, নেতুরপুর অঞ্চল সভাপতি স্বপন মন্ডল ,ব্লক যুব সভাপতি কৃষ্ণেন্দু মাহাতো, চিলতোড় অঞ্চল সভাপতি কল্যাণ মিশ্র। সারেঙ্গা ব্লকের বর্ষিয়ান নেতা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দিব্যেন্দু সন্নিগ্রহী, চিল তোড় গ্রাম পঞ্চায়েত প্রধান শুভেন্দু মুর্মু, প্রসেনজিৎ মন্ডল ,রঞ্জিত মহাপাত্র, অর্চনা মিশ্র সহ অন্যান্যরা। মধ্যাহ্ন ভোজনের পর চিলতোড় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিজেপি ও কংগ্রেস দলের 2 নেতৃস্থানীয় ব্যক্তি পশুপতি হেমব্রম ও অশোক ডাঙ্গর বেশ কিছু পরিবার নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র।

Leave a Reply