চালক মেরে ট্রাক হাইজ্যাক করা অভিযুক্ত কে গ্রেপ্তার করলো কালনা থানার পুলিশ
রাহুল রায় ;
দিন কয়েক আগে কালনায় পাকা রাস্তার পাশে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল।যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কালনা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গিয়েছিল দেহ টি।সেই থেকেই এলাকাবাসীর কাছে ঘটনা টি ছিল ধোঁয়াশা।তবে বৃহস্পতিবার কালনা থানার পুলিশ জানালো -‘ ট্রাক হাইজ্যাক করতে গিয়েই ওই চালককে খুন করেছে দুষ্কৃতীরা’।পুলিশ সুত্রে প্রকাশ , গত ২৫ ডিসেম্বর কালনার পিয়ারীনগর এলাকায় রাস্তার ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে পুলিশি তদন্তে উঠে আসে একাধিক তথ্য। ওই ব্যক্তি বিহার থেকে ট্রাক চালিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। তদন্তে নেমে ফারাক্কার কাছে এই মৃত ট্রাক চালকের ফোনের লোকেশন ট্রাক করে কালনা থানার পুলিশের হাতে উঠে আসে এই তথ্য। তার ট্রাক হাইজ্যাক করার জন্যই তাকে খুন করা হয়। পরে পিয়ারীনগর এলাকায় রাস্তার ধারে একটি আম বাগানে সেই মৃতদেহ ফেলে রাখা হয়।এই খুনের ঘটনায় মোঃ সাজিদ বলে একজনকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। পুলিশ সুত্রে প্রকাশ , ‘গত ২৫ তারিখ কালনার পিয়ারীনগর এলাকার রাস্তার ধার থেকে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার হয়। এরপর সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানতে পারা যায় এই ব্যক্তি একজন ট্রাক চালক। তবে ফরাক্কার কাছে ট্রাকটির চালকের মোবাইল লোকেশন মেলে। সেই মতো কালনা থানা পুলিশের দল ফরাক্কায় যায়। সেইখানে ফরাক্কা থানার পুলিশের সহযোগীতায় ওই ট্রাকটি একজন চালক সহ আটক করা হয়। পরে চালককে ধরে এনে তদন্ত করা হলে সে তার অপরাধ স্বীকার করে। তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কালনা আদালতে তোলা হয়। প্রাথমিক তদন্তে অনুমান ট্রাক হাইজ্যাকের জন্যই খুন করা হয়েছে ব্যক্তিকে’।ধৃত কে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার সাথে আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।