মোল্লা জসিমউদ্দিন,
কলকাতা বইমেলায় হাইকোর্টের ফৌজদারি বিশেষজ্ঞ আইনজীবী ও লেখক জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এর পঞ্চম বই ‘চেকমেট’ উদঘাটন হলো। এসবিআই অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার সহ অনেকেই। বইমেলার ৮ নং গেটে ১০৩ নং স্টলে এই বই পাওয়া যাচ্ছে।সত্য ঘটনা অবলম্বনে ২৪ বছর উকালতি জীবনে অভিজ্ঞতা থেকে এই বই টি লিখেছেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়।