শুভ ঘোষ,
শারদীয়া পূজা মানে খাওয়া দাওয়া নতুন জামা কাপড় পড়া। কার না ইচ্ছে করে এই আনন্দে আনন্দিত হতে । তাই তাদের সামর্থ্য মতো কিছু গরীব অসহায় মানুষদের পাশে থাকতে পেরে খুবই আনন্দিত উত্তর কলকাতার গিরিশ পার্কের ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রাক্তন কাউন্সিলর শ্রীমতি স্মিতা বক্সী মহাশয়া, তৃণমূল নেতা সঞ্জয় বক্সী এবং সৌম্য বক্সী মহাশয়। তাই উত্তর কলকাতা গিরিশ পার্কে ২৫ নম্বর ওয়ার্ডে (৩০০০ হাজার)গরিব অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উত্তর কলকাতার সাংসদ তথা সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি ইলোরা সাহা, ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট পিয়াল চৌধুরী, তৃণমূল কংগ্রেস কর্মী পারভেজ ইকবাল, প্রদীপ মজুমদার, আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।