আমিরুল ইসলাম,
ভাতারের খড়ি নদী থেকে বালি পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই ব্যক্তি ,আটক 2 টি ট্রাক্টর।
পূর্ব বর্ধমান জেলার ভাতার এর খড়ি নদী থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছে অভিযোগ পায় ভাতার থানার পুলিশ। পুলিশ গতকাল গভীর রাত্রে হানা দেয় ভাতারের তোরা এলাকায়। সেখান থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ। আটক করা হয়েছে দুটি ট্রাক্টর । ধৃত ব্যক্তিদের নাম প্রণব ঘোষ ও রমেন ঘোষ। এদের বাড়ি জিকোডডাঙ্গা গ্রামে ।আজ তোদের বিচার বিভাগের জন্য পাঠানো হয়েছে আদালতে ।