সাধন মন্ডল,

খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে 73 তম সাধারণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল খাতড়া সিধু কানু স্টেডিয়ামে ।সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী। সাথে ছিলেন খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি। পরে তিনি কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন ।বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শিত হয় খাতড়া এলাকার প্রতিটি ব্লক থেকেই ট্যাবলো এসেছিল। মহকুমা এলাকার মানুষের বিভিন্ন প্রকল্পের সুবিধা কথা তুলে ধরেন মহকুমাশাসক। তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরেন। তিনি জানান দুয়ারে সরকার প্রকল্পে 1 লক্ষেরও বেশি জাতিগত শংসাপত্র প্রদান করা হয়েছে এখানে উল্লেখ্য সাধারণতন্ত্র দিবসে খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এসডিও এবং এসডিপিও একাদশ বনাম খাতড়া প্রেসক্লাব একাদশ এর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যা খাতারা মহাকুমার ইতিহাসেদৃষ্টান্ত হয়ে থাকবে। খেলায় এসডিও এবং এসডিপিও একাদশ জয়লাভ করে।

Leave a Reply