পৌষ পার্বণ ক্রিসমাস উৎসবের শুভসূচনা হল শ্রীভূমি বাসস্ট্যান্ডের কাছে । এই উপলক্ষে একটি ” ক্রিসমাস র্যালি ” অনুষ্ঠিত হল ৷ , উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয় এবং অনুষ্ঠানের শুভ সূচনা প্রদীপ প্রজ্জ্বলন করলেন মাননীয়া মন্ত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় সাংসদ শ্রীমতি কাকলি ঘোষ দস্তিদার ও অন্যান্যরা ৷ ছবি সুবল সাহা
৷