সেখ সামসুদ্দিন, ১৮ জানুয়ারিঃ জামালপুর বিধিনসভা এলাকায় দ্বিতীয় দিনের প্রচারে আজ আবুইঝাটি ২ অঞ্চলে আসেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, আই এন টি টি ইউ সির সভাপতি তাবারক আলী মন্ডল, জৌগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, আবুইঝাটি অঞ্চলের সভাপতি রমেন্দ্রনাথ কোনার, ব্লক কমিটির সদস্য রেজাউল হক সহ স্থানীয় নেতৃত্ব। প্রথমেই কোলসরার সিদ্ধেশ্বরীর মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু হয়। গোপাল পুর মুক্তকেশী বিদ্যালয় পরিদর্শন করেন তাঁরা। পরে আবুইঝাটি ২পঞ্চায়েত পরিদর্শন করে দত্ত পাড়ায় মধ্যাহ্ন ভোজ করেন। মাঝে বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবচের প্রচার করে জনসংযোগ সারেন। উপস্থিত নেতৃত্ব নিজেদের হাতে খাবার পরিবেশন করে কর্মী-সমর্থক ও সাধারণ মানুষদের খাওয়ান।

Leave a Reply