কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধুনা, নকশালদের পথসভা, খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দীর্ঘ এগারো বছর পর বীরভূম জেলার খয়রাসোলে নকশালদের মিছিল, দলীয় কার্যালয় উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয় শনিবার । খয়রাশোল থানার সন্নিহিত মিনি মার্কেটের পাশে সি পি আই (এম এল) লিবারেশন এর ব্লক স্তরীয় দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয় দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে।খয়রাসোল এলাকার প্রয়াত নকশাল নেতার নামানুসারে কার্যালয়ের নামকরণ রাখা হয় সুজিত চট্টরাজ ভবন।ইতিপূর্বে স্থানীয় গোষ্ঠডাঙ্গা থেকে সুসজ্জিত লাল পতাকা বেষ্টিত মিছিল খয়রাশোলের বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথ সভায় যোগ দেয়। কেন্দ্র সরকারের আগ্রাসী মনোভাব, সাম্প্রদায়িকতার তাস,জনবিরোধী নীতি বেসরকারীকরণ ইত্যাদির কথা তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেন।পাশাপাশি রাজ্যে তৃনমূল কংগ্রেসের চাকরির নামে দূর্নীতি সহ বিভিন্ন নেতা মন্ত্রীদের দূর্নীতির বিরুদ্ধে ও সরব হয়ে ওঠে।বিজেপিকে রুখতে লালঝান্ডার দল তথা বৃহত্তর বাম ঐক্য গঠনের জন্য ও সমমনোভাবাপন্ন দলগুলোর প্রতি আহ্বান জানান এদিনের পথসভা থেকে।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম ঐক্যবদ্ধ ভাবে নামলে বিরোধী শিবিরে বড়ো রকম ধাক্কা দেওয়া সম্ভব, না হলে আমরা একক ভাবেও আমাদের শক্তি নিয়ে ময়দানে লড়াই করব।ডেওচা পাচামির কয়লা খনির পাশাপাশি খয়রাসোল এলাকার মধ্যে ও খোলা মুখ কয়লা খনির সমালোচনা করেন।এলাকার স্থানীয় সমস্যা সহ রাজ্য ও কেন্দ্রীয় স্তরের সমস্যাগুলো তুলে রাজনৈতিক প্র চার কর্মসূচি চলবে বলে একান্ত সাক্ষাৎকারে রাজ্য কমিটির সম্পাদক জানান।এদিন উপস্থিত ছিলেন সিপিআই এম এল লিবারেশন রাজ্য কমিটির সম্পাদক অভিজিৎ মজুমদার, রাজ্য কমিটির সদস্য সোমনাথ চ্যাটার্জী, খয়রাসোল ব্লক সম্পাদক সাত্তার খান প্রমুখ নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ।

Leave a Reply