কেতুগ্রামে রক্তদান শিবির 
পারিজাত মোল্লা ;কেতুগ্রাম;
মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের জ্ঞানদাস কান্দরা সংলগ্ন ধান্দলসা গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় চল্লিশের বেশি এলাকাবাসী এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। এই রক্তদান শিবিরে অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট সমাজবন্ধু অমরচাঁদ কুন্ডু, গায়ক অচিস্মান গুপ্ত, পঞ্চায়েত প্রধান প্রমুখ। 

Leave a Reply