Spread the love

“সুস্থ মন – সুস্থ সমাজ” স্লোগান দিয়ে পূর্ব বর্ধমান স্বাস্থ্য দপ্তরের সৌজন্যে শুরু হলো মানসিক স্বাস্থ্যের সচেতনতা অভিযান। এদিন জেলা স্বাস্থ্য ভবন থেকে লোকগীতি সহযোগে একটি প্রচার গাড়ির সূচনা করেন ডেপুটি সি এম ও এইচ্ ২ ডাঃ সূবর্ণ গোস্বামী মহাশয়। বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে জনজীবনে। করোনা অতিমারীকালে মানুষের মনে ভয়, উদ্বেগ ও দুশ্চিন্তা বেড়েছে। এর ফলে একাকিত্ব, হতাশা, মাদক গ্রহণ বা আত্মহত্যার প্রবণতা যেমনি বাড়তে পারে তেমনি প্রভাব বিস্তার করতে পারে স্বাভাবিক জীবন যাপনে। শারীরিক অসুস্থতায় মানুষ স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে গিয়ে ডাক্তারি পরামর্শ নিলেও মানসিক অসুস্থতায় বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় উদাসীনতার ছবি। আবার কোনো কোনো ক্ষেত্রে মাঝ পথে চিকিৎসা বন্ধ করে দেয়াও সমস্যার কারণ হয়ে দাঁড়ায় রোগীর পক্ষে। তাই প্রচার গাড়ির লোকগীতির মাধ্যমে মানসিক অসুস্থ রোগীকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাক্তারি পরামর্শ নিতে প্রচার করা হয়। এছাড়াও প্রিয়জনের সঙ্গে যোগাযোগ, নিয়মিত ব্যায়াম, খাওয়া দাওয়া, পরিমিত ঘুম, বই পড়া, গান শোনা, শিশুদের ক্ষেত্রে সৃজনশীল কাজ (যেমন নাচ, গান, আঁকা ইত্যাদি) ও অন্যান্য আনন্দ মূলক কাজে ব্যস্ত থাকতে পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *