এস.মন্ডল,
পবিত্র ঈদ উপলক্ষে মঙ্গলকোটের কাসেমনগর গ্রামে এক প্রতিযোগিতায় অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কয়েকজন আলেমকে সম্মান জানানো হয়।৮০ জন কচিকাঁচারা অনুষ্ঠানে যোগদান করে। কমিটির পক্ষ থেকে সামিম জাহেদি জানান, -‘ শিশু যাতে পবিত্র ঈদকে শান্তির সাথে ও ইসলামি তরিকায় পালন করে। সেই উপলক্ষে এই অনুষ্ঠানে এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি আব্দুল গফুর সাহেব ( মুরাতিপুর মাদ্রাসা) সংক্ষিপ্ত ভাষন দিয়ে অনুষ্ঠান শেষ করেন।