Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৩ মে ২০২২। চান্দ্র বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া বা শুক্লপক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে, এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে।এই শুভদিনে স্বর্ণালংকার কেনার আদর্শ দিন বলে মনে করা হয়। গত দু বছর করোনা অতিমারীর কারণে পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার দিনে সেই অর্থে কোনো ব্যবসাই হয়নি। এই বছরের পরিস্থিতি সম্পূর্ণ পুরো আলাদা করোনা ভাইরাসের কোনো ভয় নেই সাধারণ মানুষের মধ্যে। খুশি মনে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন সেইসাথে কেনাকাটা করছেন। লক্ষ্য করা গেল শহরের প্রায় স্বর্ন বিপনিতে গ্রাহকদের ভিড়।এই বিশেষ দিনেই অক্ষয় তৃতীয়া উপলক্ষে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রখ্যাত স্বর্ণবিপনি শ্যামসুন্দর কোং জুয়েলার্স দক্ষিণ কলকাতার রাসবিহারী রোডের ঝা চকচকে শোরুমে সম্মানীয় ক্রেতাদের জন্য মনমুগ্ধ করা ডিজাইনের সম্ভার সাজিয়ে রেখেছেন যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। নানান লোভনীয় অফারে ভরপুর এই অক্ষয় তৃতীয়ার অফার। শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর অন্যতম কর্ণধার রূপক সাহা বলেন আগামীকাল ৪ মে বুধবার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অক্ষয় তৃতীয়া পালন করা হবে। গ্রাহকদের জন্য আমাদের সব স্টোরে সব ধরণের অফার ও লাকি ড্র এর মাধ্যমে বিজয়ীদের হাতে আগামীদিনে পুরস্কার তুলে দেওয়া হবে।রূপক বাবু আরও বলেন  আশাকরা যায় কোনো ক্রেতাই এই শোরুম থেকে খালি হাতে ফিরবেন না। এই অফার চলবে আগামি ৫ই মে পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *