কালীপুজোর অষ্টমঙ্গলা উপলক্ষে মহোৎসব,লোকপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার খয়রাসোল ব্লকের লোকপুরে অগ্রণী সমিতির পরিচালনায় কালীপুজোর অষ্টমঙ্গলা উপলক্ষে পূজা-অর্চনা ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় সোমবার রাতে।উল্লেখ্য এবছর কালীমন্দির প্রতিষ্ঠা করা হয় ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে। স্থানীয় শাল নদী থেকে ১০৮ জন কুমারী মেয়ে কলস যাত্রা নিয়ে আসে এবং কীর্তন ও ঢাক বাদ্য সহযোগে গ্রাম পরিক্রমা অনুষ্ঠিত হয়।এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সমিতির পক্ষ থেকে।সোমবার অষ্টমঙ্গলা উপলক্ষে লোকপুর কালী মন্দিরে পূজা অর্চনার আয়োজন করা হলো। পাশাপাশি এই উপলক্ষে হরিনাম সংকীর্তনের ও আয়োজন করা হয়। লোকপুর কালীপুজো কমিটির সভাপতি সঞ্জু চৌধুরী জানিয়েছেন লোকপূর কালীমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে যে ১০৮ জন মহিলা কলস ভরে এনেছিলেন তাদেরকে সহ গ্রামের সমস্ত ভক্তদের মহাপ্রসাদ খাওয়ান হয় এবং ধর্মীয় আচার রীতি মেনে পূজার্চনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধীবর, অগ্রনী সমিতির সদস্য দেবদাস নন্দী, হারাধন ঘোষ, উৎপল চৌধুরী, দীপক শীল, কৃষ্ণ গোপাল দাস,সম্পূর্ণ ধীবর, রাহুল রায় প্রমুখ।