নিজস্ব সংবাদদাতা, ২০ মেঃ কালনা কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্ধ প্রকাশ‍্যে এলো। কালনার বিধায়ক ও কালনা পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখায় ও কালনা কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। তারপর কলেজে ছেড়ে বেরিয়ে যায় বিধায়ক। বিধায়ক কলেজ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই দুই গোষ্ঠীর মধ্যে লাঠি ও ঘুষি চালিয়ে শুরু হয় মারামারি। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কালনা কলেজে। এই ঘটনায় আহত হয় কয়েকজন ছাত্র।

Leave a Reply