Spread the love

আমিরুল ইসলাম,

আবারও রেশন অভিযানে বড়োসড়ো সফলতা ভাতার থানার পুলিশের ৩৩ ড্রাম কেরোসিন তেল সহ গ্রেফতার ২।

পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ রেশন অভিযান চালাচ্ছে ভাতার ব্লক জুড়ে। পুলিশের কাছে অভিযোগ আসে সরকারি রেশন নানানভাবে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে।
এই অভিযান প্রথম চালানো হয়েছিল কুবাজপুর এলাকায়। সেখানে প্রচুর পরিমাণে রেশনের চাল, গম আটা আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। তারপরে ভাতারের মুরাতিপুর এলাকা থেকে গতকালক একটি লরি আটক করে পুলিশ। সেই লরিতে প্রায় ৪০০ বস্তা গম ছিল। আজ আবারও বড় সফলতা। ভাতারের বলগোনা বাজার থেকে একটি বোলোরো পিকআপভ্যান ৩৩ ড্রাম কেরোসিন তেল আটক করল পুলিশ। সেই সঙ্গে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম অশেষ পাল, তার বাড়ি ভাতারের বলগোনা। আর একজনের নাম নাসির উদ্দিন মোল্লা, তার বাড়ি ভাতারের সন্তোষপুর গ্রামে। পুলিশ জানিয়েছে লাগাতার এই অভিযান চলবে ভাতারের বিভিন্ন এলাকায়।
তবে কোন কোন রেশন দোকানে এদের সঙ্গে যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি ভাতার এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *