‘কামদূঘা’ পত্রিকার ৩৫ বর্ষপূর্তিতে চাঁদের হাট গুসকারায়

মোল্লা জসিমউদ্দিন,

পূর্ব বর্ধমান জেলা থেকে প্রকাশিত ‘কামদুঘা’ পত্রিকা ৩৫ বছর পূর্তি উপলক্ষে সারাদিন সাহিত্যিক সভায় চাঁদের হাট বসলো গুসকারায়।রবিবার সারাদিন ব্যাপি ‘কামদুঘা’ পত্রিকার ৩৫ বছর পূর্তি  উপলক্ষে আয়োজিত বিশ্ববাংলা মিলন মেলা হয় গুসকরায়। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাহিত্য সভা ও গুণীজন সম্মাননা প্রদান হয়। পরে সন্ধ্যায়  গুসকরা স্টেশনে দুস্থ মানুষদের নৈশ ভোজন করানো হয়। দেশ-বিদেশ থেকে বিভিন্ন রাজ্য ও বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন ছিলেন ‌।  অনুষ্ঠানে উদ্বোধন করেন ‘পদ্মশ্রী’ প্রাপ্ত শিক্ষক সুজিত কুমার চট্টোপাধ্যায় ।অনুষ্ঠানে কামদুকা পত্রিকার ৩৫ বছর বিশেষ সংখ্যা প্রকাশ করেন পূর্ব বর্ধমান জেলা অতিরিক্ত জেলা শাসক সুপ্রিয় অধিকারী, অনুষ্ঠানে অতিথি ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম সংকর মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক কুমুদ রঞ্জন মন্ডল । অনুষ্ঠানের আরো অতিথি ছিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত আধিকারিক পুরস্কার প্রাপ্ত লেখক মুকুল রায়।বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার, ডাক্তার হরিদাস মন্ডল বাঁকুড়া ছাতানা থেকে এসেছিলেন ডাক্তার শুভাশিস হালদার ও ভূতত্ত্ববিদ প্রাক্তন অধ্যক্ষ ড সুহাস ভট্টাচার্য্য। ও প্রবীণ সাংবাদিক বৈদ্যনাথ নাথ কোনার। আসানসোল, বর্ধমান, কাটোয়া, হুগলি, শ্রীরামপুর, কাকদ্বীপ,  দিঘা, কলকাতা, পুরুলিয়া, বোলপুর, বীরভূম জেলা সহ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় থেকে কবি সাহিত্যিক সাংবাদিকরা আসে। অনুষ্ঠানে ৩৫ বৎসর পূর্তি উপলক্ষে সমাজের কবি সাহিত্যিক সাংবাদিক ৩৫ জনকে বিশেষ সম্মান জানানো হয়। সংবর্ধনা হয়। এছাড়াও বিশিষ্ট কবি সাহিত্যিকদের সংবর্ধনা দেওয়া হয় । সভায় ১৮৭ জন কবি সাহিত্যিক সাংবাদিকগন কবিতা আবৃত্তি স্বরচিত পাঠ গল্প পাঠ করেন । তাদের হাতে মানপত্র স্মারক তুলে দেয়া হয়।। অনুষ্ঠানে প্রবীণ কবি সাহিত্যক সাংবাদিকরা যেমন ছিলেন তেমনি তরুণ মধ্য বয়স্ক সাংবাদিকরা ও কবিরাও এসেছিলেন। এসেছিলেন ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের উত্তর পুরুষ সমাজ কর্মী অমিতাভ বন্দ্যোপাধ্যায় । ডিএল রায়ের পরিবারের মৌমিতা বন্দ্যোপাধ্যায়। কবি কুমুদ রঞ্জন মল্লিক পরিবারের সদস্য সাহিত্যিক সুভাশিষ মল্লিক। সমাজসেবী অমর চাঁদ কুন্ডু।প্রয়াত শিল্পগুরু অনন্ত মালাকার সম্মান দেওয়া হয় অন্যতম গবেষক চাঁদ রায় কে। এছাড়াও কামদুঘা পত্রিকার সাহিত্য সম্মান     মানীশ্রী সম্মান এবং সাধক কবি কমলাকান্ত সম্মান সাধক বিশুদ্ধানন্দ সম্মান ও সম্বর্ধনা দেওয়া হয় বিশিষ্ট কবি সাহিত্যিকদের। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অরূপ লাহা,  কুন্তল চট্টোপাধ্যায়,প্রত্যুষ চক্রবর্তী অভিজিৎ ঘোষ প্রদীপ পাল ও আরো অনেকে।। অনুষ্ঠানে আয়োজক ‘কামদুঘা’ পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানান কামদুঘা পত্রিকার ৩৫ বছর পূর্তি উপলক্ষে এবার আমরা ৩৫ জন কবি সাহিত্যিক সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছি দেশ-বিদেশের থেকে কবি সাহিত্যিক সাংবাদিকরা উপস্থিত হওয়ার জন্য সকলকে স্বাগত ও ধন্যবাদ জানাই । প্রত্যেক সহযোগীদের কে ধন্যবাদ জানাচ্ছি।  প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি। সকাল নটা থেকে অনুষ্ঠান শুরু হয় এছাড়া অনুষ্ঠানের শেষে রাত্রে গুসকরা স্টেশনে দেড়শতাধিক আশ্রয় নেওয়া দুস্থ মানুষদের নৈশ্য ভোজন করানো হয়।  তারপরে এই অনুষ্ঠান শেষ হয়। মঞ্চের অনুষ্ঠান শেষ করা হয় সমবেত কন্ঠে জাতীয় সংগীত জনগণমন অধিনায়ক জয় হে, জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত শ্যাম,সবিতাব্রত লাহা, সানোয়ার হাসান, সন্তোষ কুমার ঘোষ,সুদীপ চট্টোপাধ্যায়,সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। শুরুতে শিশু শিল্পী শিবম রায়ের আবৃত্তি ও মহাদেব চক্রবর্তীর শারদীয়ার স্তব গাথা শ্রোতাদের মুগ্ধ করেছে । জ্ঞানীগুণী মানুষের সমাবেশে গুসকরা প্রয়াস লজে চাঁদের হাট বসে। এসেছিলেন বোলপুর থেকে প্রদীপ কবিরাজ, কাকদ্বীপের সুদাম কৃষ্ণ মন্ডল । প্রবীণ কবি তপন চক্রবর্তী, অরবিন্দ সরকার, দুলাল চন্দ্র সরকার অশোক কুমার নাগ, ভগবাহাদুর সিং, মিনতি গোস্বামী, পার্বতী মিত্র, তপন কান্তি মুখার্জী, চন্দ্রনাথ ব্যানার্জী, আর্য বন্দ্যোপাধ্যায়, ইরা দলুই প্রমুখ। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অংশ রাতে দুস্থ মানুষদের নৈশ্য ভোজন সুষ্ঠু ভাবে পরিচালনা সহায়তা করে সুবীর রানা ও তাদের নতুন দিশার সদস্য ও সদসাগন। তাদের সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের আয়োজক ‘কামদুঘা’ পত্রিকা সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply